ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪তম জন্মদিন আজ (২২ নভেম্বর) মঙ্গলবার। দিনটি উপলক্ষে বিভিন্ন রঙের আলোর ঝলকানিতে আলোকিত হয়েছে ক্যাম্পাস। বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০ টায় শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও বাংলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৮টি অনুষদের ৩৬টি বিভাগে ১৩ হাজার ৪৬৮ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৭৬৩ এবং ছাত্রী ৪ হাজার ৭০৫ জন। এছাড়া ৪০৩ জন শিক্ষক, ৪৯৪ জন কর্মকর্তা, ১৩২ জন সহায়ক কর্মচারী এবং ১৫৮ জন সাধারণ কর্মচারী কর্মরত রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন