জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন বিভাগ, অনুষদ এবং ইনস্টিটিউটে পদ প্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে ছাত্রলীগ।
(মঙ্গলবার) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই বাংলার অবিকল্প সারথি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পদ প্রত্যাশীদের আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে শাখা ছাত্রলীগের কর্মী আবু জাফর ও মো. নিউটনের নিকট জীবনবৃত্তান্ত জমাদানের জন্য বলা হয়। সেই সাথে ২ কপি জীবনবৃত্তান্তসহ, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সর্বশেষ একাডেমিক সনদ, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অথবা হল পরিচয়পত্রের ফটোকপিসহ সহশিক্ষা কার্যক্রমের জড়িত থাকলে তার স্বীকৃত কপি, পরিবারের কেউ আওয়ামী রাজনীতির সম্পৃক্ততা থাকলে তার প্রত্যয়নপত্র, রেফারেন্স হিসেবে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি - সাধারণ সম্পাদক অথবা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংযুক্ত করতে বলা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কমিটি নেই। আমরা চাই আমাদের সঙ্গে যারা আছে তাদের একটা পরিচয় হোক। সামনে যেহেতু নির্বাচন এজন্য যারা মুজিব আদর্শ ধারণ করে তাদের নিয়েই নতুন কমিটি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল