জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ৩৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০ টায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে ১০০ জনকে সহ-সভাপতি, ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৫ জনকে সহ-সম্পাদক করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের মাত্র দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। এতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ৪৩ ব্যাচের (২০১৩-১৪) শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ