সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে ‘বি এ ফিউচার ফিট লিডার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে মার্কেটিং বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদ (এফবিএ) ক্যাম্পাসে উক্ত সেমিনারের আয়োজন করেছে।
এআইইউবি-এর এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. নিসার আহমেদ উদ্বোধনী বক্তৃতায় ভবিষ্যৎ নেতৃত্বের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসমিন সুলতানা এআইইউবি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে সঞ্চালকের ভূমিকা পালন করেন।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম। তিনি শিক্ষার্থীদের নেতৃত্বে প্রয়োগের বিভিন্ন কৌশলগত বিষয় অনুশীলনের পরামর্শ প্রদান করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রামীণফোনের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই