বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শনিবার রাতে মন্ত্রীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম রবিবার এসব তথ্য জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল