রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রান আউট দেওয়াকে কেন্দ্র করে আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়েছেন গনিত বিভাগ বিভাগের শিক্ষার্থীরা। খেলা শেষে আম্পায়ারকে এলোপাতাড়ি মেরে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে আন্তঃবিভাগ ক্রিকেট খেলায় গনিত বিভাগ ও শরীরচর্চা ও খেলাধুলা বিজ্ঞান বিভাগের মধ্যকার ফাইনাল ম্যাচে এই ঘঠনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আহত আম্পায়ার খোরশেদ আলম সুইট। তিনি বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে এই আন্তঃবিভাগ ক্রিকেট ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন। খেলায় নেমে ২০ ওভারে ১১৪ রানের টার্গেট দেয় শরীরচর্চা বিভাগের শিক্ষার্থীরা। টার্গেটে নেমে ব্যাট করতে থাকলে চতুর্থ উইকেটে রান আউট হয় গনিত বিভাগের এক শিক্ষার্থী। কিন্তু এই রান আউট নিয়ে আম্পায়ারের সাথে বিতর্কে জড়ান গনিত বিভাগের শিক্ষার্থীরা। পরে খেলা পরিচালনা কমিটি, প্রক্টর ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে খেলা শেষ হয়। ২০ ওভারে ১০৫ রান করে পরাজিত হয় গনিত বিভাগ। কিন্তু এই পরাজয় মানতে না পেরে রান আউট নিয়ে বিতর্ক তোলেন গনিতের শিক্ষার্থীরা এবং স্টাম্প-ব্যাট নিয়ে বিক্ষুব্ধ কয়েকজন মিলে আম্পায়ারের উপর আক্রমণ করেন। ফলে পিঠে, পায়ে ও শরীরের অন্যান্য জায়গায় আঘাত পান আম্পায়ার। ক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে গনিত বিভাগের শিক্ষার্থী অনিক, আতিক, হাফিজ ও বহিরাগত কয়েকজন ছিলেন।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিস্কারসহ এদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম