চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘মেকা স্পার্ক ২০২২’। যেখানে ইঞ্জিনিয়ার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা অংশগ্রহণ করে। এইচভিএসি-আর প্রোভাইডার প্রতিষ্ঠান ট্রাইটেক, টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে সাসটেইনেবল এইচভিএসি-আর সম্পর্কে সচেতনতা বাড়াতে এই আয়োজনে যুক্ত হয় ট্রাইটেক।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিজ্ঞান এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মানসিক বিকাশের ধারা অব্যহত রাখতে চুয়েট মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আয়োজিত সবচেয়ে বড় এই ইভেন্টে এইচভিএসি-আর ইন্ডাস্ট্রি সম্পর্কে মতামত প্রকাশ করেন ট্রাইটেক এর লিডিং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা। যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন-উত্তরের পাশাপাশি পরিবেশবান্ধব এইচভিএসি-আর এর গুরুত্ব সম্পর্কেও তারা আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/এএম