জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সমতা ভিত্তিক উন্নয়নে মনোনিবেশ করেছে।
আজ শনিবার (৭ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী 'Inclusive Higher Education: Bangladesh Context' শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার আরও বলেন, 'মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং প্রতিবন্ধীদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতোমধ্যে প্রতিবন্ধী বান্ধব সরকার হিসেবে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। আশা করছি, দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী বিভিন্ন দিক চিহ্নিত হয়েছে, যা প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে সরকারের নীতি প্রণয়নে সহায়ক হবে।'
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ডাইভার্সএশিয়া'র সমন্বয়কারী যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড জে. ব্রাউন, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা এ্যালেন মেলেটিক, জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, আইআইটির পরিচালক এবং ডাইভার্সএশিয়া'র জাবি শাখার প্রধান অধ্যাপক ড. এম শামীম কায়সার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল