রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।
উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞানময়। তাই এমন প্রতিযোগিতা দেশে ক্ষুদে বিজ্ঞানী উদ্ভবের পথ সুগম করবে এবং বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহী হবে। তাই শিক্ষার্থীদের মানব কল্যাণে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান উপ-উপাচার্য।
এসময় বাংলাদেশ বিজ্ঞান একাডেমির রাজশাহী বিভাগের আহবায়ক আরিফুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক (নবম ও দশম) ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্বিবদ্যালয়ে এই অঞ্চলের মাধ্যমিকের ও উচ্চমাধ্যমিকের ২০ জন বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/নাজমুল