বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিষয়ে খুব শীগ্রই আলোচনা হবে। তবে নতুন কমিটিতে কোন অছাত্র কিংবা বিতর্কিত কাউকে রাখা হবে না। এই বিষয়টা গুরুত্বের সাথে দেখা হবে।
সোমবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করলে এসব কথা জানান শেখ ওয়ালী আসিফ ইনান।
সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা দেশনেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি। সেই লক্ষ্যে আমরা রাজশাহীতে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল অবস্থান করছি। আগামীকাল রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সম্মেলন সুষ্ঠুভাবে পাড়ি দেওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কমিটি বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব।
এদিকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা। তারা বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘদিন নতুন কমিটি নেই। ফলে নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। গত বছরের শেষে কমিটির সব কার্যক্রম শেষ হলেও বিভিন্ন কারণে সেটা আর হলো না। তাই নতুন কমিটি এখন সময়ের দাবি বলে জানান পদপ্রত্যাশীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচি হিসেবে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আগমন করবেন। সেই উপলক্ষে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিবেন।
জানা গেছে, ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৫তম সম্মেলনে গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা করা হয়। তারপর ৬ বছর হয়ে গেলেও এখানে আর কোন কমিটি হয়নি। এদিকে ২৫১ জনের কমিটির মধ্যে ২৩০ জন নেতা-কর্মী নিস্ক্রিয় হয়ে গেছে। তাদের অনেকে বিয়ে, চাকরি ও অন্যান্য কারণে অন্যত্র চলে গেছেন। হাতেগোনা ২১ জন সিনিয়র পদধারী নেতাসহ নতুন কর্মীদের নিয়ে চলছে মেয়াদোত্তীর্ণ এই কমিটি। তবে গত বছরের শেষে কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্তসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আর কমিটি ঘোষণা হয়নি।
কমিটির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা কমিটি দিতে প্রস্তুত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন চাইবেন তখনি কমিটি হবে।
বিডি-প্রতিদিন/বাজিত