ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ছাপচিত্র কর্মশালা। যা চলবে আগামী বুধবার পর্যন্ত। এই কর্মশালায় ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের করণকৌশল এবং অন্যান্য বিষয় নিয়ে আলোকপাত ও প্রশিক্ষণ দেন শিল্পীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় ফাইন আর্টস বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ২০৭ নম্বর কক্ষে এ কর্মশালার শুরু হয়। কর্মশালা পরিচালনা করেন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাওয়াজ রব এবং ফাইন আর্টস বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম।
এর আগে তিন দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। এ ছাড়া আলোচনা সভায় ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাওয়াজ রব। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাইন আর্টস বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান বলেন, 'একজন শিল্পীকে সৃজনশীল হতে হয়। এক শিল্পী সাদাকালোতেও রঙ দেখতে পান। সেটি কল্পনার রঙ। কল্পনায় যে কেউ দারুণ ছবি ফুটিয়ে তুলতে পারেন। আমাদের শিক্ষার্থীরা আগামীতে ভালো কিছু করবে।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন