বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম্পোস্ট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল সংলগ্ন নেট হাউজের বিপরীতে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
ইউনিভার্সিটি অব বরিশাল জিওফিজিকাল সোসাইটির তত্ত্বাবধানে এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পে আর্থিক সহযোগিতা দিয়েছে সুইডেন সরকার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ সালমানের সভাপতিত্বে এবং ইউনিভার্সিটি অফ বরিশাল জিওফিজিকাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সুখেন গোস্বামী, সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায়, সহকারী অধ্যাপক মোহাম্মদ রিসালাত রফিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন, ইউনিভার্সিটি অব বরিশাল জিওফিজিকাল সোসাইটির সভাপতি মাহমুদুল হাসান রাকিব সহ কমিটির সদস্যরা ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব বরিশাল জিওফিজিকাল সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের একটি স্টুডেন্ট চ্যাপ্টার। সম্প্রতি স্টুডেন্ট চ্যাপ্টারটি "বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম্পোজ প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা' সংক্রান্ত একটি প্রকল্পে সুইডেন সরকার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট থেকে ৫ লাখ টাকা অনুদান পেয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত