৩১ বছর পূর্ণ হওয়ার ২য় পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মার্কেটিং বিভাগ। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার। বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো: তৈয়ব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার বলেন, আমাদের শিক্ষকরা অসম্ভব মেধাবী। এখান থেকে তারা তাদের উন্নত চিন্তা-ভাবনা ও জ্ঞান এবং প্রতিভা নিয়ে এগিয়ে যাবেন। তারা অনেক ভালো লেখালেখি করেন। কিন্তু সেগুলো যে জায়গায় গেলে বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এগিয়ে থাকা যায় আমাদের সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে। সকল বিভাগ যেন এগিয়ে যায় এটাই আমরা চাই।
এ্যালামনাইদের সম্পর্কে উপাচার্য বলেন, পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ে এ্যালামনাইরা অবদান রেখে যাচ্ছেন। আমরা আশা করি মার্কেটিং বিভাগের এ্যালামনাইরাও বিভাগের উন্নয়ন অবদান রাখবেন। আমরা চাই আপনাদের নিয়ে একটা সেতুবন্ধন তৈরি করতে, যেটা অটুট থাকবে আজীবন।
চবি মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে। তাদের সকলের আপ্রাণ চেষ্টায় এই বিভাগ আরও এগিয়ে যাবে বলে আশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে ‘মার্কেটিংয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’ শীর্ষক এ্যালামনাই আলোচনা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল