‘সমতন্ত্র’ ক্যাম্পেইনকে সামনে রেখে ‘ব্র্যাক’ ও বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’ যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ব্র্যাক-এনডিএফ বিডি জাতীয় মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’।
আগামী ৭ নভেম্বর রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আজহার মডেল মাদ্রাসা মিলনায়তনে ঢাকা বিভাগের ৩টি স্বনামধন্য মাদ্রাসার ৪টি বিতর্ক দলকে নিয়ে ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হতে যাচ্ছে এই আয়োজন। ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতর্ক দলগুলো হলো দারুল আজহার মডেল মাদ্রাসা, তানজিমুল উম্মাহ কামিল মাদ্রাসা ও তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা।
প্রতিটি বিতর্ক দলের পাঁচজন বিতার্কিক আলোকিত করবে বিতর্কের মঞ্চ। আয়োজনটিতে ঢাকা বিভাগের বিভিন্ন মাদ্রাসার দুই শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করবেন। সকল বিতার্কিকদের জন্য থাকবে একটি আকর্ষণীয় বিতর্ক কর্মশালা যা পরিচালনা করবেন, দেশের অন্যতম সেরা উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এনডিএফ বিডির কো-চেয়ারম্যান এম আলমগীর।
ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠা ও প্রিন্সিপাল সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, আরো উপস্থিত থাকবেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও তানজিমুল উম্মাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন এবং তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল ড. মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ। ৭ই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাটি দেশের প্রতিটি বিভাগে বাছাই পর্ব শেষে জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হবে।
বিডি-প্রতিদিন/শফিক