ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে সৌজন্য সাক্ষাত করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (আইআইএইচএস) ঢাকার একটি প্রতিনিধি দল। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় চিকিৎসা শিক্ষায় বিশেষায়িত এই প্রতিষ্ঠানের প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাত করে।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন গভর্নিং বডি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস'র চেয়ারম্যান অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজির মেডিকেল সাইন্স অধ্যাপক ডা. সরকার মো. নোমান, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের প্রোগ্রাম ডাইরেক্টর ডা. এস.এ.এম আশিক-উর-রহমান, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ কমিটির সদস্য এবং বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির (বিপিএস) ভাইস প্রেসিডেন্ট ডা. মো. সফিউল্যাহ প্রধান ও ফিজিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোসলেম পাটওয়ারী।
বিডি প্রতিদিন/হিমেল