নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া কোন দলীয় প্রয়োজন নয়, বরং দেশের প্রতি দায়বদ্ধতা উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে নির্ধারিত সময়ে ক্রিজে না আসলে যেমন ‘টাইমড আউট’, তেমনি বিএনপিও নির্বাচনে না আসলে টাইমড আউট (হবে)।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপির হরতাল অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি। এর আগে, একটি বিক্ষোভ মিছিল মধুর ক্যান্টিন থেকে বের হয়ে শাহবাগ হয়ে বাংলা মোটর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সাদ্দাম হোসেন বলেন, অবরোধ নামের প্রহসন চলতে থাকলে, শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল-বোমা মারার হুমকি দেওয়া হতে থাকলে- আজকে আমরা যেমন বাংলা মোটর থেকে ইউটার্ন নিয়েছি তখন আর ইউটার্ন নিবো না, রাইট টার্ন নিয়ে পল্টন ঘেরাও করা হবে।
সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি, ককটেল বাজি, অবৈধ অবরোধ-হরতাল, খালদা জিয়ার শাসন আর চলবে না। এই বাংলাদেশ হবে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেলের বাংলাদেশ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক