রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তাদের বরণ করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের দেশ গড়ার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক।
নবীনদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শিক্ষার আলোয় সুশিক্ষিত জাতি দেশের সম্পদ। তারা মানবকল্যাণে ধাবিত হয়। দেশের এই উচ্চবিদ্যাপীঠে সুশিক্ষা লাভ করে নিজের মননকে বিকশিত করার পাশাপাশি দেশ ও জাতি কল্যাণে কাজ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খল মেনে চলার পাশাপাশি সমাজে নিজেকে যোগ্য হিসেবে গড়ার আহ্বান জানান উপাচার্য।
রেজিস্টার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ ও প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক।
অনুষ্ঠানে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কয়েক হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত