স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গার দুলালপুরে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তুলতে যাত্রা শুরু হয়। যা আজ (২২ নভেম্বর) নানা চড়াই-উতরাই পার করে পা দিয়েছে ৪৫ বছরে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, শিক্ষার্থীদের জন্য ই-পেমেন্ট কার্র্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবন চত্ত্বরে পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা এবং আনন্দের প্রতিক বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করবনে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
উদ্বোধন শেষে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হবে। এসময় বিভিন্ন বিভাগ ও হলসমূহ নিজস্ব ব্যানার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে হবে। র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের র্যালিতে বিভিন্ন বিভাগ, হলসমূহ নিজস্ব ব্যানার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবে। এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে টিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ