ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক ছাত্র এবং পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানান সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
তারা বলেন, পয়লা বৈশাখের বর্ষবরণের শোভাযাত্রার ঠিক দুই দিন আগে ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফে অগ্নিসংযোগ এবং মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা একইসূত্রে গাঁথা।
নেতৃদ্বয় বলেন, পলাতক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতদিন যারা নিজেরাই আগুন দিয়ে ভিন্ন মতাবলম্বী মানুষদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।
তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশে যখন শান্তি-শৃঙ্খলা ফিরে আসছে, তখনো ফ্যাসিবাদের দোসররা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতি এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ সেই চক্রান্ত ও ষড়যন্ত্রেরই অংশ। কেননা, জ্বালাও-পোড়াও আর ধ্বংসের রাজনীতি তাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আশা করাটা আশায় গুঁড়ে বালি।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা অবিলম্বে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট শিল্পী এবং কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
বিডি প্রতিদিন/কেএ