ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের শনিবারের মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের শুধু বিজ্ঞান ও মানবিক শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা ১৯ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে (ব্যবসায় শিক্ষা ইউনিট + অন্যান্য ইউনিট একই সঙ্গে পাসকৃত শিক্ষার্থীসহ) বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করবে। বাণিজ্য শাখার উপস্থিত পরীক্ষার্থীদের শুধু এমসিকিউ অংশের পরীক্ষা আগামী ১৭ মে, ২০২৫ বেলা তিনটায় পূর্বনির্ধাতির অঞ্চলে নতুন আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিটে যারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল, তাদের পুনর্নিরীক্ষিত ফলাফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা নিজ নিজ ড্যাশবোর্ডে তাদের ফলাফল দেখতে পারবে এবং ১৬ এপ্রিলের মধ্যে বিস্তারিত এবং বিষয়পছন্দক্রম ফরম অনলাইনে পূরণ করতে হবে।
বিডি-প্রতিদিন/শআ