চট্টগ্রাম নগরীতে কেন্দ্রীয় ঘোষিত কালো পতাকা মিছিল বিএনপিকে করতে দেয়নি পুলিশ। তবে কালো পতাকা কেড়ে নেওয়া নিয়ে পুলিশের সঙ্গে কিছুটা হাতাহাতি ছাড়া শান্তিপূর্ণভাবেই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করেছে বিএনপি।
শুক্রবার বিকেল তিনটা থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে জমায়েত হয় কাজির দেউরি মোড়ে। এর আগে কাজির দেউরি মোড়ে সমাবেশ করার অনুমতি চেয়েও না পেয়ে ২০০ গজ দূরে এ সমাবেশ করার চেষ্টা করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, কালো পতাকা নিয়ে মিছিলের নামে নাশকতার আশংকা ছিল। কেউ যাতে ভাংচুরসহ বিশৃঙ্খল কোন পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সতর্ক ছিলাম। নাসিমন ভবন, কাজির দেউড়িসহ পুরো এলাকায় প্রায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো নগরীতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন