চট্টগ্রামে চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৮’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে এ ফেয়ারে এবার ৫৯টি প্রতিষ্ঠানের ৮৩টি স্টল অংশ নিচ্ছে। এখানে কো-স্পন্সর হিসেবে থাকছে ২১টি প্রতিষ্ঠান, ২১টি সাধারণ স্টল, ১০টি ম্যাটেরিয়ালস এবং ৭টি আর্থিক প্রতিষ্ঠান।
ফেয়ারের প্রথম দিন উদ্বোধন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সিডিএ) আবদুচ ছালাম। এ উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের একটি ক্লাবে দুপুরে রিহ্যাব চট্টগ্রাম জোনের এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
তিনি বলেন, সীমিত সম্পদের এ দেশে সরকারের একার পক্ষে চাহিদা পূরণ করা সম্ভব নয়। এমন অবস্থায় বেসরকারি উদ্যোক্তাগণ মানুষের আবাসন সমস্যা সমাধানে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বিবেচনায় রেখে দেশের আবাসন সমস্যা সমাধানে সরকারের ‘উন্নয়ন সহযোগী’ হিসেবে রিহ্যাবের ১০৫১টি সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট ও প্লাট খুঁজে নিতে রিহ্যাব ফেয়ার ক্রেতাদের সাহায্য করবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ফেয়ার চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। তবে রিহ্যাব ইতিমধ্যে চট্টগ্রামে ১০টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে।
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের প্রেস অ্যান্ড মিডিয়ার আহ্বায়ক এএসএম আবদুল গাফফার মিয়াজীর সঞ্চালনে এতে রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো- চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক, কো-চেয়ারম্যান (২) ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল