মহানগরীসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিশেষ অভিযানে চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার থেকে বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত নগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা জানান, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। অভিযানে বিএনপি-জামায়াতের ১২২ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বিশেষ করে বিএনপি-জামায়াতের যারা ২০১৩, ২০১৪, ২০১৫ সালে নানা ধরনের নাশকতায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে এ অভিযান।
থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে আটকদের মধ্যে নগরীতে বিএনপি-জামায়াতের ৩৬ জন এবং জেলায় ১২২ নেতা-কর্মী রয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় হামিদুল হক নামে জামায়াতের এক নেতাসহ ৪ বিএনপিকর্মী।
এছাড়া চকবাজার থানায় জুনায়েদ নামে ছাত্রদলের ক্রীড়া সম্পাদকসহ ডিসি রোড থেকে ২ বিএনপিকর্মীকে আটক করা হয়। পাহাড়তলী থানায় ২ বিএনপিকর্মীকে আটক করা হয়।
খুলশি থানা পুলিশ জানায়, জালালাবাদের পাহাড়ি এলাকায় গোপন বৈঠক থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। দুই জামায়াত নেতাসহ ৭ জন বিএনপিকর্মীকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
তিন বিএনপিকর্মীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। একাধিক মামলার আসামি ৩ বিএনপি নেতাকে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ। তিন জামায়াত নেতাসহ বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ