বৃহস্পতিবার বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশের মতো রেলেও নাশকতার আশংকায় ট্রেন চলাচল, রেললাইন, ষ্টেশন ও বিভিন্ন স্থাপনা রক্ষায় কঠোর নজরদারি ও মনিটরিং এ ছিল রেলের কর্মকর্তারা। ঘটেনি কোন ধরণের অপ্রীতিকর ঘটনাও।
সর্বশেষ রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে ও রাতের ঢাকা ও চট্টগ্রামের ট্রেনগুলো স্বাভাবিক নিয়মেই স্ব স্ব স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে। চট্টগ্রাম, বিমানবন্দর ও কমলাপুর রেলষ্টেশনসহ সকল ষ্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জিআরপি পুলিশ ও রেলের দায়িত্বশীল কর্মকর্তারা সকাল থেকেই নিরাপত্তা বলয়ে নজরদারিতে রাখা হয়েছে।
এতে ট্রেন যাত্রীদের তিনস্তরে তল্লাশির মাধ্যমে ট্রেন ভ্রমন করছেন যাত্রীরা। তাছাড়া প্রতিটি ট্রেনেই চালকদের রুমে পুলিশ সদস্যসহ ট্রেন চলাচলে অতিরিক্ত নিরাপত্তা রয়েছে বলে জানান পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. আবদুল হাই।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটের সকল ট্রেন প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে। কোন ধরণের নাশকতা ঠেকাতে রেলের কন্ট্রোল রম ও নিজস্ব কৌশলী ভূমিকায় মাঠে রয়েছে অফিসারসহ দায়িত্বশীলরা। মনিটরিং এ রয়েছে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিসহ রেলের উর্ধতন কর্মকর্তারা।
বৃস্পতিবার সকালেই চট্টগ্রাম রেলষ্টেশনে পূর্বাঞ্চলের জিএম প্রকৌশলী আবদুল হাই, প্রধান যান্ত্রীক প্রকৌশলী (সিএমই) মিজানুর রহমান, জিআরপির ওসি শহিদুল ইসলাম, নিরাপত্তা বাহিনীর সিআই সত্যজিৎ দাশ, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুবুর রহমান খান, জিআরপির এসআই সমর বড়ুয়া, আরএনবির এসআই আমান উল্লাহ আমানসহ রেলের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারি মনিটরিং এ রয়েছেন। এর আগে রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী আমজাদ হোসেনের নির্দেশনা জরুরী বৈঠকও করেছে রেল প্রশাসন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেন ও রেললাইনে নানাবিধ নাশকতার আশংকায় রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেল স্টেশনসহ রেলের উল্লেখযোগ্য স্থানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ছিল বাংলাদেশ রেলওয়ে প্রশাসন। গত মঙ্গলবার পূর্বাঞ্চলের হেড কোর্য়াটার চট্টগ্রামের সিআরবিতে আইন-শৃংখলা বিষয়ক জরুরী বৈঠকও করেছে রেলওয়ে প্রশাসন। এতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জিআরপি পুলিশ, রেল প্রশাসনের দায়িত্বশীল কর্মর্তারা। তাছাড়া ট্রেন চলাচলের সময়ও চালকের সাথে পুলিশ, আরএনবির লোকজন রয়েছে। দায়িত্বশীল রেল কর্মকর্তারা কঠোর নজরদারিতে প্রতিনিয়ত মনিটরিং এ থাকবেন। একই সাথে রেলওয়ে শ্রমিকলীগের চট্টগ্রামসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দরাও সারাদেশের রেললাইনে ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মাঠে ছিল রেল শ্রমিকলীগ নেতারাও।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন