বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র কের চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের পর চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতার হওয়া ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে, শুক্রবার সকালে কোতোয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলার মধ্যে একটি পুলিশের ওপর হামলার ঘটনায়, অন্যটি সন্ত্রাস দমন আইনে মামলা। বিকালে আদালত থেকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে আগামীকাল শনিবার।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব