চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় সংলগ্ন কাজীর দেউড়ি এলাকা থেকে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগ, বিএনপির একদল নেতাকর্মী আজ বিকেলে দায়িত্ব পালনকালে কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। হামলার পর বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তিন পুলিশ আহত হয়েছে বলেও দাবি করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
কিন্তু বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের জন্য কাজীর দেউড়ি এলাকায় জড়ো হলে বিনা কারণে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছিল। এসময় তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা পুলিশের ওপর হামলা করে। আমরা ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছি।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে উত্তর জেলা বিএনপির একাংশ। সংগঠনের আরেকটি অংশ একই দাবিতে কর্মসূচি পালনের জন্য কাজীর দেউড়ি এলাকায় জড়ো হলে। সেখান থেকেই পুলিশ বিনা কারণে ১৫ জনকে আটক করেছে। আমাদের নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার