রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকা থেকে ১০টি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলিসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মো. সাইফুল ইসলামকে সরফভাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি নিয়ে লুকানো ১০টি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে হালিশহর পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা। পুলিশ সুপার জানান, রাঙ্গুনিয়ার বিভিন্ন পাহাড়ে পালিয়ে থেকে তিনি অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে গ্রেফতার করতে পুলিশের ছয়টি টিম গত পাঁচ মাস ধরে কাজ করছিল।
রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, উকিল আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি আটক সাইফুল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) একেএম এমরান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ দৌলা রেজা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর