চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডের এক বছরেও কূলকিনারা হয়নি। চাপের কারণে এখনও পুলিশ প্রশাসন মামলার অভিযোগপত্র দিচ্ছে না বলে বলে অভিযোগ তুলেছেন নগর ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে নগর ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়েছে।
লিখিত বক্তব্যে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘সুদীপ্ত হত্যার ঘটনায় এ পর্যন্ত মূল আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের অনেকের কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে। তারপর মামলার তদন্ত প্রতিবেদন দিচ্ছে না।’
ইমু বলেন, আসামিদের কাছ থেকে নেওয়া জবানবন্দিতে মূল নির্দেশদাতাদের নাম আড়াল করতে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। যার কারণে এক বছর হয়ে গেলেও পুলিশ এখনও মামলার তদন্ত প্রতিবেদন দিচ্ছে না।
তিনি বলেন, পুলিশ প্রশাসনের চেষ্টা আছে এ ঘটনার সঠিক তদন্ত করে মূল আসামি ও নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার। কিন্তু অনৈতিক প্রভাব আর মহলবিশেষের কারণে তা বিলম্ব হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর নগরীর নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনা চট্টগ্রামসহ সারাদেশে আলোচিত হয়। প্রতিবাদে ফুঁসে উঠে নগর ছাত্রলীগ নেতারাও। ওই সময় খুনের মদদদাতাদের গ্রেফতার করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর