চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ করতে না দেওয়ায় সরকারের সমালোচনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘কথা ছিলো চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ করার। সেজন্য নিয়ম মেনে আবেদনও করা হয়েছে। তার পরেও সেখানে সমাবেশের অনুমতি না দিয়ে দেশের মানুষকে চারঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে কষ্ট দিয়েছে’।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ চিত্র ভিডিও ও ছবি (সমাবেশের) তুলে আমাকে দেবেন। আমি জীবনে যদি বেঁচে থাকি, একদিন না একদিন এ অসাংবিধানিক কর্মকাণ্ডের জন্য এ সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো’।
শনিবার দুপুরে নগরের কাজির দেউড়িতে নাসিমন ভবনের সামনে নুর মোহাম্মদ সড়কের উপর জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারের কাছে ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘এ সাত দফা জনগণের দাবি। সরকারকে অনুরোধ করবো এ সাত দফা দাবি মেনে নিতে। জনগণের কথা অমান্য করলে সরকার যে শাস্তির মুখোমুখি হবে তা তারা কল্পনাও করতে পারবে না।’
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২১০৮/মাহবুব