চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতারের পর এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জুয়েল খাঁ। তিনি ঢাকার মুন্সীগঞ্জের বাসিন্দা। আজ রবিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী উত্তম কুমার দত্ত বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা পরিশোধ না করলে জুয়েলকে আরও ছয় মাস অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ মে নগরীর চান্দগাঁও থানার আরাকান সড়কে ২৭ হাজার ৫৫০টি ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েন জুয়েল খাঁ। টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে তিনি ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিলেন। এই মামলায় গত বছরের ২৪ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে গত ১৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার