চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছর আগে গণ্ডামারা এলাকায় প্রস্তাবিত বেসরকারি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলার এই আসামির বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা, নাশকতা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে বলে জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে বন্দরনগরীর লালদিঘী এলাকা থেকে লেয়াকতকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ এপ্রিল বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনায় ৬০০ একর জমিতে বেসরকারি উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জমি অধিগ্রহণ নিয়ে পক্ষ-বিপক্ষের সংঘর্ষে চার জন নিহত হয়। ওই ঘটনায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতাকারীদের নেতৃত্ব দেন লেয়াকত আলী।
লিয়াকত আলীকে কোন মামলা বা কোন অভিযোগে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ। তবে তার বিরুদ্ধে বাঁশখালী থানাসহ বিভিন্ন থানায় রাষ্ট্রদ্রোহ মামালাসহ ২০টিরও অধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার