চুম্বক দিয়ে বিশেষ কায়দায় পাচারের সময় ৩ হাজার ৮০০ ইয়াবাসহ এক বাস হেলপারকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া ওই বাস হেলপারের নাম আল আমিন। তিনি চট্টগ্রামে হানিফ এন্টারপ্রাইজের হেলপার। মঙ্গলবার রাতে কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দীন বলেন, ইয়াবার প্যাকেটগুলোর সাথে চুম্বক ব্যবহার করা হয়েছে। এরপর প্যাকেটগুলো বাসের ডান পাশের নিচে চাকার কাছে রাখা হয়েছে। প্যাকেটগুলোতে এমনভাবে চুম্বক ব্যবহার করা হয়েছে যাতে চলন্ত গাড়ির ঝাঁকুনির সময়ও ইয়াবা পড়ে না যায়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার