চট্টগ্রামের বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকার আলী ভবনে পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার (২৮) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. জয়নালের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জয়নাল পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, ‘পারিবারিক নানা বিষয় নিয়ে জয়নাল ও রোকসানার মধ্যে কলহ চলছিল। এর জেরে তাদের মধ্যে ঝগড়া হলে জয়নাল ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে পালিয়ে যান। পরে পাশের বাড়ির লোকজন রোকসানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জয়নালকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার