চট্টগ্রামে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা বিষয়ে ৩ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সারাদেশের মত চট্টগ্রামেও আজ বৃহস্পতিবার জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চট্টগ্রাম থেকে জেএসসি পরীক্ষায় ২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮২ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী।
আজ অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৯ হাজার ২৫২ জন। এর মধ্যে নগর ও জেলার ১৩৩ কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৭১ জন, কক্সবাজারের ৩৩ কেন্দ্রে ২৯ হাজার ৮৫৭ জন, রাঙামাটির ২৩ কেন্দ্রে ৯ হাজার ৫৩৪ জন, খাগড়াছড়ির ২২ কেন্দ্রে ১০ হাজার ৫৫৫ জন এবং বান্দরবানের ১৩ কেন্দ্রে ৫ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের ২২৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার