দীর্ঘদিন পর দক্ষিণ চট্টগ্রামবাসীর স্বপ্ন পুরণ হতে চলেছে আগামীকাল আজ শনিবার। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘ প্রায় দুই যুগ পর চট্টগ্রাম-দোহাজারী রুটে আরও একজোড়া লোকাল ট্রেন চলাচল করবে।
নতুন একজোড়া ট্রেনের উদ্বোধন শনিবার থেকে চলাচল করবে এমন খবর শুনে উৎফুল্ল ও আনন্দিত দক্ষিনের শত শত মানুষ। শনিবার সকাল ১০ টায় পটিয়ার রেলওয়ে ষ্টেশন থেকে নতুন এ একজোড়া ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। এসময় রেলওয়ে মন্ত্রনালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেনসহ উধর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (এসিওপিএস) মোঃ ওমর ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দক্ষিণ চট্টগ্রামে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম-দোহাজারী রুটে আরো একজোড়া ট্রেন উদ্বোধন হবে শনিবার। বর্তমানে এক জোড়া ট্রেন চলাচল করছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটারের পথটি রেলের একটি গুরুত্বপূর্ণ রুট। এ রুটে এক সময় প্রতিদিন সকাল-বিকাল ৪ জোড়া ট্রেনের নিয়মিত চলাচল ছিল। এলাকাবাসী নিরাপদ, সহজ ও সাশ্রয়ী যাতায়াতের জন্য এ রুট টি যখনই জনপ্রিয় হয়ে উঠে তখন হঠাৎ লোকসানের অজুহাত তুলে ৯০ দশকের দিকে একে একে বন্ধ করে দেয়া হয় এখানকার এসব লোকাল ট্রেনগুলো। এতে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার যাত্রীকে প্রায় ২ যুগেরও অধিক সময় ধরে চরম দুর্ভোগে যাতায়াত করে আসতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ধরে এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি ছিল সাধারণ মানুষের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর