চট্টগ্রাম নগরের ডিসি রোডের ছাত্রশিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনার পর অভিযান চালিয়ে ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোমা বিস্ফোরণের পর রাত ৮টার দিকে এ অভিযানে নামে পুলিশ।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মেহেদি হাসান জানান, নগর শিবির কার্যালয়ের চারতলা ভবনে ব্লক রেড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনার পর শিবির কার্যালয়ের ছাদে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে এসে কার্যালয় ঘিরে রাখা হয়।
তিনি জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রায় এক ঘণ্টার অভিযানের পর ৬টি তাজা ককটেল, বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম ও শিবিরের প্রচারপত্র, চাঁদা বই উদ্ধার করা হয়। এরমধ্যে দ্বিতীয় তলা থেকে ককটেলগুলো পাওয়া যায়।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত