নগদ ৪৪ লাখ ৪৩ হাজার অবৈধ টাকা ও ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জেলার সোহেল রানা বিশ্বাসের বিষয়ে তদন্ত করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তদন্ত দল। সোমবার কারাগারে যায় তিন সদস্যের তদন্ত কমিটি।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস চট্টগ্রাম থেকে ময়মনসিংহে যাওয়ার সময় ভৈরব রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করা হলেও পরবর্তী সময়ে তার পরিচয়পত্র দেখে রেলওয়ে পুলিশ নিশ্চিত হয় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার। তার ব্যাগ থেকে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআর, এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানা পুলিশের এসআই মোশাররফ ভূঁইয়া বাদী হয়ে শনিবার (২৭ অক্টোবর) দুটি মামলা দায়ের করেন। একটি মাদক আইনে, অন্যটি মানি লন্ডারিং আইনে।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৮/আরাফাত