মহিলাদের ব্লেজার তৈরির উপকরণ হিসেবে কাপড়ের ঘোষণা দিয়ে আসবাবপত্র বিশেষ করে সোফা, ডিভান তৈরির কাপড় আমদানি করায় বন্দরে একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ অক্টোবর চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।
চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আমদানিকারক লিল্যাক ফ্যাশন ওয়ার লিমিটেডের পলেস্টার সিনাইল ফেফ্রিক্স ঘোষণায় আনা চালানটির খালাস স্থগিত হয়। খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট পিলিকানস লিমিটেড।
চালানের কায়িক পরীক্ষায় দেখা যায়, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ১ কোটি ৪ লাখ ৯ হাজার ৩২৮ টাকা। অর্থাৎ শুল্ককরসহ চালানটির মূল্য দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ ৩৮ হাজার ৫৯৩ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার