চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রণি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রণি উপজেলার জাহানপুর এলাকার মো. এনামের ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, সৈয়দবাড়ি এলাকায় একটি ভবনে থাই গ্লাস স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন রণি। দুপুরের দিকে চমেকে নিয়ে আসলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার