ঢাকার পুরানা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরপরই চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে পুলিশী টহল ও পাহারা জোরদার করা হয়েছে। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে পুলিশের এপিসি গাড়ির (আর্মড পুলিশ ক্যারিয়ার) অবস্থান দেখা যায়। এ সময় বিএনপির নগর কার্যালয়ে কোনো নেতাকর্মী ছিল না বলে জানা গেছে। তবে নগর পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নাসিমন ভবন মাঠে এবং নূর আহমদ সড়কে অবস্থান নেয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান বিএনপি নেতারা।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এপিসি গাড়ি নিয়ে আমাদের সদস্যরা মাঝে মধ্যে টহল দেন। এটা নিয়মিত টহলেরই অংশ। তবে বিএনপি কার্যালয়ের সামনে জননিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশের টিম প্রায়ই থাকে। এটা ঢাকার সংঘর্ষের সঙ্গে যোগসূত্র নেই।
এদিকে নগর বিএনপির উপ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, আমাদের নেতাকর্মীরা অনেকদিন ধরে দলীয় কার্যালয়ে যেতে পারছেন না গ্রেফতারের ভয়ে। নাসিমন ভবনের সামনে অধিকাংশ সময়ই এখন পুলিশ পাহারা দিয়ে থাকে। সামনের সারির নেতাকর্মীদের অনেকেই এখন জেলে। এতে সাধারণ নেতা-কর্মীরা আগের মতো দলীয় কার্যালয়মুখী হচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার