আলমারি মেরামত করতে এসে চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. দুলাল ও আমির হোসেন। এসময় তাদের কাছ থেকে চুরি করা সাড়ে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। আজ রবিবার ভোরে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গত ২৭ অক্টোবর বলুয়ারদীঘি এলাকায় পুরাতন স্টিলের আলমারি মেরামতের কাজ করার সময় আলমারিতে তালাবদ্ধ থাকা ১৪ লাখ টাকা কৌশলে চুরি করে দুলাল ও তার সহযোগী। পরে এ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পর নগরীর বহদ্দারহাট ও মিয়াখাননগর এলাকা থেকে দুলাল ও আমিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুইজনের বাসা থেকে চুরি করা ১৪ লাখ টাকার মধ্যে সাড়ে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার