আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্বাচনী এলাকায় আনুদান প্রদান, নতুন প্রকল্প গ্রহণ এবং অর্থ অবমুক্তকরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা-কর্মচারিকে কোন অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়। গতকাল রবিবার এ সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) দেওয়া হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব এরশাদুল হক স্বাক্ষরিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আনুদান প্রদান, নতুন প্রকল্প গ্রহণ এবং অর্থ অবমুক্ত করণ স্থগিত রাখা’ শীর্ষক চিঠিটি দেশের ১০টি সিটি কর্পোরেশন, চারটি ওয়াসা, জেলা পরিষদ-উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে এ নির্দেশনা দেওয়া হয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘নির্বাচন চলাকালীন সময়ে প্রকল্প বরাদ্দ, অনুমোদন এবং অর্থ অবমুক্ত বিষয়ে একটি চিঠি আমরা পেয়েছি। নির্বাচনকালীন সময়ে এ সব নির্দেশনা বাস্তবায়ন করা হবে।’
চসিক সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দপ্তর-সংস্থা সমুহকে কিছু বিধি-নিষেধ দেয় মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার