চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ‘মেসার্স সিরাজ ব্রিক্স ম্যানুফেকচারার’ নামের ইট ভাটায় অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ ট্রাক জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ধারা-৬ এ মতে অভিযান পরিচালিত হয়। এর আগে গত ২৪ নভেম্বর হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ‘জিবি ডবিøউ’ নামের ইটের ভাটায় অভিযান চালিয়ে আনুমানিক তিন ট্রাক কাঠ জব্দ করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এই ইট ভাটায় নিয়ম অমান্য করে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করা হচ্ছে। ফলে এখানকার প্রায় আড়াই লাখ টাকা মূল্যের কাঠগুলো জব্দ করা হয়। তাছাড়া অন্য ইট ভাটায় কয়লা থাকলেও এখানে কোথাও কোনো কয়লাই পাওয়া যায়নি। অভিযান অব্যাহত থাকবে। সকল ইট ভাটার মালিককে আইন মেনে ইট প্রস্তুতের অনুরোধ করছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার