চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় পাচারকালে এক লাখ ৪৮ হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার ভোরে ইয়াবা বহনকারী পিকআপ ভ্যানটি আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতরা হলেন- মো. আনিস (৪০) ও কামাল হাওলাদার (৪১)।
র্যাব-৭ এর চান্দাগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন, গোপনে খবর পেয়ে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে পিকআপ ভ্যানটি আটক করা হয়। পিকআপ ভ্যানটিতে ২৮টি খালি সিলিন্ডার ছিল। এর মধ্যে দুইটি সিলিন্ডারের নিচে বিশেষ কৌশলে এক লাখ ৪৮ হাজার ইয়াবা রাখা হয়েছিল। গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার