চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বড়ুয়ারটেক এলাকায় অটোরিকশা ভাড়ায় নিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মো. নুরুল আমিন (৪৫) নামে এক চালককে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মো. নুরুল আমিন পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করে।
আটককৃতরা হল, পটিয়া কেলিশহর এলাকার রনজিত বড়–য়ার ছেলে সুচীন বড়–য়া (১৮), বাবুল দাশের ছেলে সুমন দাশ (২০) ও অনীল দে’র ছেলে নিলয় দে (১৯)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, ‘পটিয়া থেকে বোয়ালখালী যাওয়ার কথা বলে চারজন মিলে নুরুল আমিনের অটোরিকশা ভাড়া করে। বোয়ালখালীর বড়–য়ারটেক এলাকায় পৌঁছালে চারজন মিলে চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে নুরুল আমিনকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং একজন পলাতক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার