চট্টগ্রামে বন্ধুর ঘুষিতে নিহত হয়েছেন মো. ফরহাদ নামে এক কিশোর। শুক্রবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ওমর আলী মাতব্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত কিশোরের বন্ধুর মোহাম্মদ ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি আবুল বশর বলেন, ক্যারাম খেলার সময় দুই বন্ধুর মধ্যে ঝাগড়ার সূত্রপাত হয়। এসময় দুইজনে হাতহাতিতে জড়িয়ে পড়েন। এতে ইমরানের ঘুষিতে মারাত্বক ভাবে আহত হন ফরহাদ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমরানকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল