চট্টগ্রামে অজ্ঞান পার্টির প্রতারকচক্রের খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়া এক বাস যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়–য়া বলেন, ‘গত বুধবারা সন্ধ্যায় নগর পরিবহনের একটি বাসে ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় তখন তাকে হাসপাতালে দিয়ে যায় বাসের লোকজন। পরে তাকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছিল। আজ ভোরে তিনি মারা যান।’
তিনি বলেন, ‘তার পকেটে থাকা কাগজপত্র থেকে ধারণা করা যায় তিনি স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তার পরিচয় জানা যায়নি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার