উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধভাবে মা মাছ নিধনকারী ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাটহাজারী উপজেলার মদুনাঘাট থেকে মোহরা এলাকায় পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ উন্নয়ন সংস্থা আইডিএফ’র কর্মকর্তারা।
অন্যদিকে, সরকারি উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে হালদা নদীতে ১০৭ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে বলে জানা যায়।
মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘নির্বাচনের কারণে মাঝখানে কিছুদিন হালদা নদীতে অভিযান পরিচালনা করা যায়নি। বৃহস্পতিবার থেকে আবার অভিযান শুরু করি। প্রথম দিনেই ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া সরকারি উদ্যোগে হালদা নদীতে ১০৭ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে।’
জানা যায়, গত তিন মাসে হালদা নদীতে ২৬টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি ড্রেজার ধ্বংস, প্রায় এক লাখ টাকা জরিমানা, অবৈধভাবে উত্তোলিত ৫৬ হাজার ঘনফুট বালি, ২৫ হাজার ২০০ মিটার জাল, ২৩২টি ব্যাটারি ও ৮৮টি চার্জার জব্দ, দুইটি নৌকা ধ্বংস এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন