নিখোঁজ হওয়ার একদিন পর নুরুল আলম (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাউজানের উরকিরচর থেকে নিখোঁজ হওয়া এই ব্যবসায়ীর লাশ আজ রবিবার দুপুরে হাটহাজারীর শিকারপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ। নিহত নুরুল আলম উরকিরচর ইউনিয়নের করম আলী হাজী বাড়ির সুলতান আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উরকিরচর বাজার থেকে প্রকাশ্যে মারধর করে নুরুল আলমকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়। পুলিশ নুরুল আলমকে উদ্ধারের জন্য রাউজানের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। দুপুরে খবর পেয়ে হাটহাজারীর শিকারপুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়। নুরুল আলমের পিঠ ও হাঁটুসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং কান দিয়ে রক্ত ঝরছিল বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার