চট্টগ্রামের পাহাড়তলীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। তার নাম মহিউদ্দিন সোহেল (৩৫) বলে জানা গেছে।
সোমবার সকাল ১০টার দিকে পাহাড়তলী স্টেশন এলাকার চালের বাজারে।
জানা গেছে, সোহেল ওই বাজারের দোকানো চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম